ঘরে বসে হ্যান্ড মেড জিনিস দিয়ে আয়

আমাদের বর্তমান সমাজে সবাই নিজের মতো করে কিছু করতে চায় নিজের কিছু উপার্জন হবে এমন সকলেই চাই বিশেষ করে আমাদের মা-বোনেরা শিক্ষার্থীরা গৃহিণীরা এরা সংসারের পাশাপাশি চাই তাদের নিজস্ব কিছু ইনকাম থাকবে তাই ঘরে বসে হ্যান্ড মেড জিনিস দিয়ে আয় এই মাধ্যমে তারা আয় করতে পারে এবং এটি ভালো একটি ব্যবস্থা হবে শুধু প্রয়োজন একটু সৃজনশীলতার মনোভাব ধৈর্য এবং পরিশ্রম কিছু থাকলেই সহজেই সফলতা আনা যেতে পারে


এ বিষয়ে আমরা যা যা জানবো তা হলোঃ

হ্যান্ড মেড জিনিস কি?


হ্যান্ড মেড জিনিস হইলো হাতের তৈরি কিছু জিনিসপত্র যা মেশিনের কোন ছোঁয়া থাকে না যেমন এগুলো হতে পারে নকশি কাঁথা হাতের তৈরি কিছু গয়না পুতুলের গহনা মোমবাতি ব্যাগ ইত্যাদি এসব জিনিসের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে কারণ এখন মানুষ বেশি সৌখিন তাই এ সকল জিনিস বিক্রি করলে সহজেই উপার্জন করা যেতে পারে

কেন ঘরে বসে হ্যান্ড মেড জিনিস তৈরি করবেন?


আজকের দিনে চাকরি বা বাইরে কাজ করা সকলের জন্য সহজ নয় বিশেষ করে আমাদের বাসার মা-বোনেরা যারা সংসার সামলায় সন্তান আছে তারা বাসার কাজ কাম করে বাইরের কাজ করতে প্রচন্ড কষ্ট হয় তাই তারা চায় ঘরে থেকেই কিছু করতে এজন্য ঘরে বসে হ্যান্ড মেড জিনিস দিয়ে আয় করা তাদের জন্য উপযুক্ত একটি মাধ্যম হবে এই আয়ের মাধ্যমে কিছু সুবিধা রয়েছে যেমন ধরেন ঘরের নিরাপদ পরিবেশে কাজ করা যায় নিজেদের সময় অনুযায়ী কাজ করা যায় খুব বেশি টাকা লাগে না নিজের যে পছন্দ এবং যেটাতে সে দক্ষ সে কাজটা বেঁচে করতে পারা যায় ইত্যাদি

কিভাবে শুরু করব ঘরে বসে হ্যান্ডমেড জিনিসে আয়?


প্রথমে ঠিক করতে হবে আমি কোন ধরনের হ্যান্ডমেড জিনিস বানাতে চাই বা কোনটাতে আমি বেশি দক্ষ এই দক্ষতা অনুযায়ী আমাকে কাজ বেছে নিতে হবে যেমন ধরেন যদি আপনি সেলাইয়ের কাজে পারদর্শী হন তাহলে কাপড়ের কাপড় বানিয়ে বিক্রি করতে পারেন আবার আপনি সেলাই নকশাল যদি পারদর্শী হন তাহলে নকশী কাঁথা তৈরি করে বিক্রি করতে পারেন অথবা সাজগোজ যদি ভালো লাগে তাহলে হাতের তৈরি বানিয়ে আপনি বিক্রি করতে পারেন আবার যদি আপনি ভালবাসেন তাহলে বিভিন্ন ধরনের চিত্রাংকন করে আপনি তা বিক্রি করতে পারেন ঘরে সাজানোর জন্য

জনপ্রিয় হ্যান্ডমেড পণ্যের তালিকাঃ


বাংলাদেশে এখন যেসব হাতে তৈরি জিনিসের চাহিদা রয়েছে তার মধ্যেও কিছু হল

নকশি কাঁথা 

শাড়িতে রং তুলির কাজ 

হাতের তৈরি গয়না 

মাটির জিনিসপত্র যেমন ফুলদানি শোপিস ইত্যাদি 

মোমবাতি সাবান পারফিউম ইত্যাদি 

হাতের তৈরি কার্ড

বাস বা কাঠের তৈরি ঘর সাজানোর জিনিস

এসব পণ্য তৈরি করে সহজে ঘরে হ্যান্ড মেড জিনিস দিয়ে আয় করা যায়

পণ্য বিক্রয়ের কিছু উপায়ঃ


একটি সুন্দর পণ্য তৈরি করলেই হবে না সেটিকে বিক্রি করতেও জানতে হবে এবং এটি কিভাবে সবার কাছে ছড়িয়ে যাবে সেই কৌশল বের করতে হবে প্রথমে নিজেদের কিছু পরিচিতদের মাধ্যমে তা বিক্রি করতে হবে তাদেরকে জানাতে হবে যে এরকম কিছু সুন্দর সুন্দর জিনিস আপনি তৈরি করছেন এবং তা বিক্রি  করবেন আবার আপনি এগুলো কিছু সংখ্যক তৈরি করার পর হাতে বা বিভিন্ন মেলাতে নিয়ে যেয়ে সকলের সামনে প্রস্তুত করে ভালোভাবে দেখালে সেটির জনপ্রিয়তা পাবে এখন আপনি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের ছবি পোস্ট করে সেগুলো সকলের কাছে ছড়িয়ে দিতে পারবেন

তাই একটু ধৈর্য ধরেই কাজ করতে থাকলে ঘরে বসে হ্যান্ড মেড জিনিস দিয়ে আয় সহজে করা যেতে পারে

অল্প মূল ধনে শুরু করার উপায়ঃ


অনেকেই আমাদের একটা ধারণা রয়েছে যে কোন ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে কিন্তু আসলে কিন্তু সেটা নয় আমরা চাইলেই অল্প মূলধনেও ব্যবসা করতে পারি হাতে বানানো জিনিস তৈরি করতে টাকা লাগে না খুব বেশি টাকা লাগে না তাই এই কাজটি করতে আমাদের মনে হয় না যে খুব বেশি মূলধন লাগবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই প্রথম থেকে আমরা এই কাজগুলো শুরু করতে পারি

আমরা যদি সকল ব্যবসায়ী হতে চাই এবং ঘরে বসে হ্যান্ড মেড জিনিস দিয়ে আয় করতে চাই খুব সহজেই করা যেতে পারে শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে তাহলেই এ ব্যবসাটি আমরা ছোট থেকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো

সফলতার কিছু টিপসঃ


আমাদের আশেপাশেই অনেক মা-বোনেরা আছেন যারা ঘরে বসে বিভিন্ন ধরনের জিনিস বানায় কিন্তু তাদের মাথায় কখনো আসে না যে এগুলো আমরা বিক্রি করে নিজে কিছু আয় করতে পারি এ সকল চিন্তা ভাবনা আমাদেরকে এখন থেকে মাথায় আনতে হবে এবং সৃজনশীলতা তৈরি করতে হবে আমরা যদি স্বাবলম্বী হতে চাই তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সেই লক্ষ্য স্থির করতে হবে

আমাদের আশেপাশের যে সকল মা-বোনেরা এখন সফল উদ্যোক্তা তাদের তারা সকলেই কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধারণ করেছে তার জন্যই তারা আজকে এ পর্যায়ে এসেছে তাদের মূল লক্ষ্যই ছিল একজন সফল উদ্যোক্তা হওয়া তাই তাদেরকে অনুসরণ করা আমাদের উচিত তাই সেই লক্ষ্য অর্জনের মাধ্যমে সম্ভব হয়েছে ঘরে বসে হ্যান্ডমেড জিনিস দিয়ে আয় 

নতুনদের জন্য কিছু পরামর্শঃ


শুরুতে বড় কিছু করার চিন্তা না করে ছোট থেকে বড় করার চিন্তাভাবনা করতে হবে

যে কাজটি আপনার ভালো লাগবে এবং যেটি আপনি মনে করবেন এটি আমি ভালো করতে পারি সেটি করতে হবে

প্রত্যেকদিন নিজের সংসারের কাজ করার পর কাজ সে কাজের জন্য সময় করে নিতে হবে

পরিশেষে মূল কথা হলোঃ


আজকের দিনে ঘরে বসে কাজ করা আর স্বপ্ন নয় আমরা এটি চাইলেই বাস্তবে রূপান্তর করতে পারি সেটার জন্য আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমরা এই কাজটি করতে পারব এবং সেই লক্ষ্য স্থির রাখতে হবে তবেই আমরা খুব সহজে সফল হতে পারব তাই এখন থেকেই উদ্যোগ নিন এবং নিজের প্রতিভাকে কাজে লাগান মনে রাখবেন ঘরে বসে হ্যান্ড মেড জিনিস তৈরি আয় করে আপনি শুধু নিজেই জীবন নয় সমাজকেও একটি উদাহরণস্বরূপ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url